最新视频
এই ছোটোবেলার জীবনে আর শান্তি নেই। সকাল, বিকাল, রাত্রি শুধু পড়া আর পড়া। টিউশানে স্যার শুধু বলে "তোর কী বুদ্ধি সুদ্ধি কোনোদিনই হবে না? এবার তোর বাবাকে বলতে হবে।" কিন্তু ভিডিওটা দেখে তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে, এবার বুদ্ধি আমার বাড়বে। কারণ বাবা বলে চোর পালালে বুদ্ধি বাড়ে।
অনেক কিছুই তথ্য বা খবর যেগুলো সচরাচর কোনো news channel-এ আসে না, সেরকমই কিছু খবর নিয়ে হাজির আমাদের নতুন রিপোর্টার যিনি সত্যি খুবই চরম পর্যায়ের একজন। যার কথাগুলো সত্যি খুব হাঁস্যকর, কিন্তু খবরগুলো সত্যি অসাধারণ।
Facebook : https://www.facebook.com/biswanaththakur212/
Instagram : https://www.instagram.com/ambiswanath/
Twitter : https://twitter.com/ThakurBiswanath
পৃথিবীতে এমন অনেক ভিখারি আছে যারা সত্যি ভিখারি আবার এমন কয়েকজন রয়েছে যারা ভালো সেজে থাকে কিন্তু আসলে তারা আরও বড়ো ভিখারি। ভিডিওটি নিতান্তই খুব মজাদার এবং কাউকেই ছোটো করে দেখানোর জন্য নয়।
